আ.লীগের মিছিলে না যাওয়ায় চেয়ারম্যানের পাশবিক নির্যাতনের শিকার কিশোর

০৭ জুন,২০২২

আ.লীগের মিছিলে না যাওয়ায় চেয়ারম্যানের পাশবিক নির্যাতনের শিকার কিশোর

নিজস্ব প্রতিনিধি:
আরটিএনএন
ঝিনাইদহ: ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আওয়ামীলীগের মিছিলে না যাওয়ায় একজনকে বেধড়ক মারধর করেন।

গত ৫ই জুন বাদুরগাছা গ্রামের আবু সিদ্দিকীর ছেলে সাজুকে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

চেয়ারম্যান এভাবে অসংখ্য মানুষকে মারধর করেন।গত বছর ইউনিয়নে একজন ভ্যান চালকের গালে থাপ্পড় বসিয়ে দেন।পরে সেই ভ্যান চালক স্থানীয় ফাড়িতে অভিযোগ দেন।স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা হলেও চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকাণ্ডে ইউনিয়ন বাসী আতঙ্কিত।ভয়ে কেউ মুখ খুলতে চাই না।ফুলবাড়ি গ্রামের জামির তার ছেলের জন্য জন্ম নিবন্ধন কার্ড করতে আসলে সরকারে নির্ধারিত ফি ১০০ টাকা না নিয়ে ৩০০ টাকা করে নিচ্ছে ইউনিয়ন সচিব গৌতম ঘোষ।তাছাড়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাউন্সিল এ গেলে অনেক ভোগান্তির স্বীকার হচ্ছে সচিব এর কাছ থেকে।

বিরোধীদলের কেউ মিছিলে গেলে তাদেরকে ধরে পেটানো চেয়ারম্যানের নিয়মিত রুটিন ওয়ার্ক।

নির্বাচনে তার প্রতিদন্দ্বী কেউ দাড়ানোর সাহস করেনা এই মেয়াদে সে সিলেকশনে পাশ করেছে। বারোবাজার ইউনিয়নকে মাদকের স্বর্গরাজ্যে হিসেবে গড়ে তুলেছে কালাম চেয়ারম্যান, এর আগে র্যাবের হাতে মাদকসহ ধরা পড়ে জেল খেটেছিলো।

এ বিষয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাওয়ার জন্য একাধিক বার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

মতামত দিন

রাজনীতি পাতার আরো খবর

ইভিএমের ইন্টারনাল মেকানিজমে হেরেছি: তৈমুর

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ইলেক . . . বিস্তারিত

‘কাকা’কে সঙ্গে নিয়েই চলবেন আইভী

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চলা সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সামনের দ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com