এক টেবিলে জিএম কাদের-ফখরুল

২০ আগস্ট,২০২২

এক টেবিলে জিএম কাদের-ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: দীর্ঘদিন পর এক টেবিলে দেখা গেলো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে মিলিত হন তারা। জানা যায়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (চীন-মৈত্রী) কেন্দ্রে ‘নিখোঁজ’ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের বিয়েতে দেখা যায় জিএম কাদের ও মির্জা ফখরুলকে।

একটি ছবিতে দেখা যায়, এক টেবিলে পাশাপাশি বসে খাবারের প্রস্তুতি নিচ্ছেন এই দুই নেতা। এর পাশে বসা ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে এ দুইজনের দেখা হয়। অনুষ্ঠান শেষে দু’জন কুশল বিনিময় করেন।

মন্তব্য

মতামত দিন

রাজনীতি পাতার আরো খবর

আল্লামা সাঈদীর জানাজায় এসে অঝোরে কাঁদলেন সুখরঞ্জন বালি

নিজস্ব প্রতিনিধিআরটিএনএনপিরোজপুর: বিশ্ববরেণ্য মুফাস্সিরে কুরআন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন . . . বিস্তারিত

শনিবার ঢাকার সব প্রবেশপথে অবস্থান নিবে বিএনপি

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: শনিবার ঢাকার সব প্রবেশপথে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com