৪ দিনের রায়ে তিন বছরের কারাদন্ড!

১৪ সেপ্টেম্বর,২০২২

৪ দিনের রায়ে তিন বছরের কারাদন্ড!

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় কর্নেল (অব.) মো. শহীদ উদ্দিন খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মাত্র চার কার্যদিবসে বিচার শেষে গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাজিজুর রহমান এ রায় দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামি পলাতক থাকায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর রফিকুল হক বেনু। তিনি বলেন, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার কর্নেল (অব.) মো. শহীদ উদ্দিন খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মাত্র চার কার্যদিবসে বিচার শেষে এ রায় দিয়েছেন আদালত। গত ৮ই আগস্ট চার্জগঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। এরপর গত ২৩শে আগস্ট এবং ৭ই সেপ্টেম্বর ২ কার্যদিবসে ৬ জনের সাক্ষ্য নেন আদালত। এরপর মঙ্গলবার যুক্তিতর্ক শেষ রায় ঘোষণা করা হলো।

এর আগে ২০২০ সালের ১০ই নভেম্বর অস্ত্র আইনের মামলায় কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী মিসেস ফারজানা আনজুম খানসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

মন্তব্য

মতামত দিন

রাজনীতি পাতার আরো খবর

৪৫০ কেন্দ্রের ফল: এগিয়ে জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৫০টি কেন্দ্রের বেসরকারি ফল ঘো . . . বিস্তারিত

ইভিএমের ইন্টারনাল মেকানিজমে হেরেছি: তৈমুর

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ইলেক . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com