প্রধানমন্ত্রীকে জনগণের কাছে নতিস্বীকার করতে হবে: মির্জা ফখরুল

১৪ মার্চ,২০২৩

প্রধানমন্ত্রীকে জনগণের কাছে নতিস্বীকার করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: কোনো চাপের কাছে মাথা নত করি না- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বলেন, আমি অন্য কারো কথা বলতে চাই না। আপনাকে (প্রধানমন্ত্রী) জনগণের কাছে নতিস্বীকার করতে হবে। এদেশের মানুষ এবার জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়েছে, এ আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে।

তিনি বলেন আমাদের কোনো বিকল্প নেই। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক ও বর্তমান স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলটির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময়ের সপ্তম ধাপে আজকের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের কথা শুনলে মনে হয়, তাদের চেয়ে গণতন্ত্রকামী আর কেউ নেই! তাদের এমন একটা ছদ্মবেশী ভাব- এমন উন্নয়ন আর কেউ করছে না। অথচ একদিকে তারা বিদ্যুৎ দিয়ে জনগণের পকেট কেটে শেষ করছে। অন্যদিকে জনগণকে বাড়িঘরে আগুন লাগিয়ে তুলে দিচ্ছে। বিরোধীদলকে মামলা দিয়ে দমন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এখন আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আগামী নির্বাচনও ১৪-১৮ সালের মতো করবে। আর আমরা যে তিমিরে ছিলাম, সে তিমিরেই যাব। আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। তারা সমানে লুট করবে, চুরি করবে, ডাকাতি করবে, কেউ কিছু বলতে পারবে না।

দেয়ালে পিঠে গেছে আমাদের- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এবার আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের সামনে কোনো বিকল্প নেই। আন্দোলন, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন, আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে। আমরা কোনো ভায়োলেন্স করতে চাই না। কিন্তু আমাদের ওপর যদি কেউ আক্রমণ করে, সে আক্রমণকে প্রতিহত করার ব্যবস্থা আমাদের নিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

মন্তব্য

মতামত দিন

রাজনীতি পাতার আরো খবর

ইভিএমের ইন্টারনাল মেকানিজমে হেরেছি: তৈমুর

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ইলেক . . . বিস্তারিত

‘কাকা’কে সঙ্গে নিয়েই চলবেন আইভী

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চলা সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সামনের দ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com