নতুন প্রকল্পে অর্থায়ন করবে এডিবি

০৫ ফেব্রুয়ারি,২০১৯

নতুন প্রকল্পে অর্থায়ন করবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: বাংলাদেশের নতুন নতুন সব প্রকল্পে অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা। এডিবি দীর্ঘদিন ধরে নানা প্রকল্পে সহযোগিতা করছে। সামনে আরো নতুন নতুন প্রকল্প ও নতুন এলাকায় এডিবি সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবি চায় তাদের অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তাবায়ন। আমরাও প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, এডিবির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে। আমরা আশাকরি, নতুন সরকার কাজ শুরু করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা এডিবির সহযোগিতা পাবো।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে চলমান প্রকল্পের পাশাপাশি আরও নতুন এলাকায় তাদের অর্থ সহযোগিতা চায় বাংলাদেশ। অন্যদিকে, সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এডিবি চায় চলমান প্রকল্পের দ্রুত বাস্তবায়ন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে-বাংলা নগরের মন্ত্রীর নিজ দফতরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে শেষে এসব কথা জানান হয়।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, আমরা আশা করি, নতুন সরকার আরম্ভ করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো আলাপ করেছি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের কিছু প্রকল্প কাজ চলছে। এগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। সেগুলোর সুফল খুব দ্রুতই মানুষ পাবেন।

মনমোহন প্রকাশ বলেন, অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যক্তি। তিনি অর্থ মন্ত্রণালয়ে এসেছেন। আশা করি, অনেক দ্রুত প্রকল্প বাস্তবায়নে আমরা তার সহযোগিতা পাব। আমরা বৃহৎ অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ খুবই ভালো করছে। আমরা আরও নিবিরভাবে কাজ করতে চাই।

মন্তব্য

মতামত দিন

অর্থনীতি পাতার আরো খবর

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও . . . বিস্তারিত

যেসব দেশ থেকে বাংলাদেশ খাদ্যপণ্য আমদানি করে

নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: সম্প্রতি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর, হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম কয়েকগুণ বেড়ে . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com