এভাবে ব্যাংকখাত চললে উন্নয়ন অসম্ভব: অর্থমন্ত্রী

১৪ মার্চ,২০১৯

এভাবে ব্যাংকখাত চললে উন্নয়ন অসম্ভব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: পৃথিবীর প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি রয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাত সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এ অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যাংকিং খাত আমরা যেভাবে চালাচ্ছি, এভাবে চললে কোনো দিনই উন্নয়ন সম্ভব হবে না।

অর্থমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদি আমানত গ্রহণ করে দীর্ঘমেয়াদি ঋণ দেয়া যেতে পারে না। এর মাধ্যমে যারা উন্নয়নের চিন্তা করেন, তারা বোকার রাজ্যে রয়েছেন। এজন্য বন্ড মার্কেটে জোর দিতে হবে।

মুস্তফা কামাল বলেন, দেশের ভালো প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম প্রাণকে দিয়েই বন্ডের বিনিয়োগ শুরু করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় সহযোগিতা করার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে করের পরিধি আরও বাড়াতে হবে। আমাদের দেশে যারা কর প্রদান করেন, তারাই বারবার দেন। নতুন করে ট্যাক্সের আওতায় আসার উপযোগী অনেকে এই তালিকার অন্তর্ভূক্ত হচ্ছেন না। তাই আগামীতে কর না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ূন, ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য

মতামত দিন

অর্থনীতি পাতার আরো খবর

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও . . . বিস্তারিত

যেসব দেশ থেকে বাংলাদেশ খাদ্যপণ্য আমদানি করে

নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: সম্প্রতি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর, হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম কয়েকগুণ বেড়ে . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com