দেশে করোনা রোগী ৪ লাখ ছাড়াল

২৬ অক্টোবর,২০২০

দেশে করোনা রোগী ৪ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: কোভিড-১৯ ভাইরাসে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল।

সোমবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৫ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৮ দাঁড়িয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৪ লাখ ২৫১ জনে দাঁড়াল।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৩ জন। এ নিয়ে করোনার অভিশাপ থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন রোগী।

১৩ হাজার ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে সবশেষ ২৪ ঘণ্টায়।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি। বর্তমানে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

মন্তব্য

মতামত দিন

জাতীয় পাতার আরো খবর

ফায়ার সার্ভিস ভবনে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের হামলা

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের ভবনে . . . বিস্তারিত

আগুন লাগা নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে সন্দেহ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটে আগ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com