সীমান্তে নিহত তরুণের লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ

০৯ সেপ্টেম্বর,২০২২

সীমান্তে নিহত তরুণের লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ

নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
দিনাজপুর: দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ ইসলাম মিনার (১৭) নামে নিহত বাংলাদেশি তরুণের লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মরদেহ ফেরতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার রাত সাড়ে ১০ টায় দাইনুর বিওপির ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার মরদেহ এখনো পড়ে আছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায়। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক রিপোর্টে এমনি চিত্র ফুটে উঠেছে।

এদিকে ছেলের মরদেহ ফেরত না পাওয়ায় শোকের মাতম বইছে ওই পরিবার। নিহত মিনহাজ ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিনার খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ঘটনার রাতে তারা ৫ বন্ধু ভারতে গিয়েছিলো মাছ ও কচ্ছপের শুটকি আনতে।

আজ শুক্রবার দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আখতার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আর বেশি কিছু জানি না।

মন্তব্য

মতামত দিন

জাতীয় পাতার আরো খবর

ফায়ার সার্ভিস ভবনে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের হামলা

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের ভবনে . . . বিস্তারিত

আগুন লাগা নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে সন্দেহ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটে আগ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com