রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

০৫ মার্চ,২০২৩

রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রিন রোড) হয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে বেলা ২টার পরে স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছেন। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছেন।

সেই ঘটনার জেরে আজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, বড় ধরনের সংঘর্ষ এড়াতে তারা মাঠে রয়েছেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, পুলিশের তৎপরতায় বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিন রোড এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

মন্তব্য

মতামত দিন

প্রধান খবর পাতার আরো খবর

ইবিতে র‍্যাগিং: অভিযুক্তের ‘পা ধরে ক্ষমা’ চেয়েছেন ছাত্রলীগ নেত্রী

নিজস্ব প্রতিনিধিআরটিএনএনকুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির ডাকে চতুর্থবাবের মতো ক্যাম্ . . . বিস্তারিত

করোনার অজুহাতে কওমি মাদরাসা বন্ধ করতে চায় সরকার

নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: করোনা মহামারির প্রাদুর্ভাব বাড়তে থাকায় গেল বছরের ১৮ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ক . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com