দারুণ শুরুর পর হঠাৎ টাইগারদের ছন্দপতন

২২ ডিসেম্বর,২০১৮

দারুণ শুরুর পর হঠাৎ টাইগারদের ছন্দপতন

স্পোর্টস ডেস্ক
আরটিএনএন
ঢাকা: উইন্ডিজের দেওয়া কঠিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার ব্যাটসম্যান তামিম ও লিটন। কিন্তু দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে তামিম সাজঘরে ফিরে গেলেও সৌম্যকে সাথে নিয়ে দলীয় ৫০রান পাড় করেন লিটন দাস।

কিন্তু বেশী দূর যেতে পারেনি এই জুটি। দলীয় ৬৫ রানের মাথায় ফ্যাবিয়ান এ্যালেনের বলে কট্রেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঠিক পরের বলে সাকিব সেই কট্রেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৭উইকেটে ৯০ রান। লিটন ও রিয়াদ যথাক্রমে ৪৩ ও ১১ রান করে আউট হয়ে যান।

দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তামিম। আউট হবার আগে তার ব্য্যাট থেকে আসে ৮ রান।

এর আগে, উইন্ডিজ ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়।

মন্তব্য

মতামত দিন

ক্রিকেট পাতার আরো খবর

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারল টাইগাররা

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: লড়াই করেও জিততে পারলো না বাংলাদেশ, চেপে ধরেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে গেলো টাইগাররা। তব . . . বিস্তারিত

সিনিয়রদের সাথে কোনো সমস্যা ছিল না, হবেও না

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com