ডিআরএস সঙ্কট সমাধানের পরিকল্পনা বিসিবি’র

২৭ ফেব্রুয়ারি,২০২৩

ডিআরএস সঙ্কট সমাধানের পরিকল্পনা বিসিবি’র

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: বিপিএল শুরুর আগে ডিআরএস ইস্যুতে যে বোমা ফাটিয়েছিলেন সাকিব আল হাসান, তাতে কিছুটা হলেও টনক নড়েছে বিসিবি’র। এই সঙ্কট সমাধানে স্থায়ী সমাধান খুঁজছে বিসিবি, নিয়েছে নতুন পরিকল্পনা। লম্বা সময়ের জন্য ডিআরএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ডিআরএস নিয়ে বহুবার ভাবমূর্তি সঙ্কটে পড়তে হয় বিসিবিকে। মানহীন আম্পায়ারিং আর প্রযুক্তির সদ্ব্যবহার না থাকায় প্রায় সময়ই আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্রিকেটাররা। ফলে ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অবশেষে সেই দায়মোচনে লম্বা চুক্তিতে ডিআরএস সেবা নিতে আগ্রহী বিসিবি।

আজ সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি সম্পর্কে জানান।

তিনি বলেন, ‘ডিআরএস আমাদের প্রোডাকশন টিমের দায়িত্বে ছিল। এখন তা থেকে বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ সময়ের চুক্তিতে চলে যাচ্ছি ডিআরএসকে পরিচালনাকারীদের সাথে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত। ফলে আমাদের আন্তর্জাতিক এবং ঘরোয়া লিগগুলোতে ডিআরএসের সাপোর্ট পাবো।’

মন্তব্য

মতামত দিন

ক্রিকেট পাতার আরো খবর

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারল টাইগাররা

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: লড়াই করেও জিততে পারলো না বাংলাদেশ, চেপে ধরেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে গেলো টাইগাররা। তব . . . বিস্তারিত

সিনিয়রদের সাথে কোনো সমস্যা ছিল না, হবেও না

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com