সাকিব বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ: তামিম ইকবাল

০৭ মার্চ,২০২৩

সাকিব বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ : তামিম ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: তাদের সম্পর্ক নিয়ে কথা কথাই শোনা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে, গণমাধ্যমেও ভেসে বেড়ায় কত খবর। তবে সবকিছু পেছনে ফেলে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ তামিম ইকবাল।

সাকিব যে বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ, প্রকাশ্যেই তা বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক। সরাসরিই বললেন, ‘সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ’।

যেই দল গত সাত বছরে দেশের মাটিতে সিরিজ হারেনি, সেই দলই কিনা ছিল ধবলধোলাই হবার পথে! সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এমন সম্ভাবনাই তৈরি করেছিল বাংলাদেশ। সিরিজ হয়তো জেতা হয়নি, তবে দলকে ধবলধোলাই থেকে রক্ষা করেছেন সাকিব। ব্যাটে-বলে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ত্রিতীয় ওয়ানডেতে ৫০ রানে জিতেছে বাংলাদেশ। সেই সাথে ২-১ ব্যবধানে শেষ হয়েছে সিরিজ। এমতাবস্থায় ম্যাচ শেষে তাই অধিনায়ক তামিম ইকবাল প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থকে। তিনি বলেন, ‘সাকিব দারুণ খেলেছে। সে যেভাবে টেলএন্ডারদের নিয়ে ব্যাট করেছে ২০-২৫টা বাড়তি রান যোগ করেছে তা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

তবে ব্যাটিং থেকেও তামিমের নজর কেড়েছে সাকিবের বোলিং। শুধু উইকেট পেয়েছেন বলেই সাকিবের প্রশংসা নয়, বরং যেভাবে অন্য বোলারদের সাহস দিয়েছেন সাকিব, তা বেশ মনে ধরেছে অধিনায়কের। তামিম বলেন, ‘উইকেটটায় তেমন স্পিন ছিল না, তবে সে যেভাবে বল করেছে তা সত্যিই দুর্দান্ত। যা তাইজুলকে আত্মবিশ্বাস দিয়েছে। সাকিব যেভাবে বল করেছে তা দেখেছে আর তার সাথে কথাও বলেছে৷’

এই সময় চাপের মুখে সাকিব বেশি ভালো করেন দাবি করে তামিম বলেন, ‘সে মানসিকভাবে বেশ শক্ত। সে চাপে থাকলে ভালো পারফর্ম্যান্স নিয়ে আসে, অতীতে করেছে, এখনও করে দেখাচ্ছে। তার মতো ভাগ্যবান মানুষ খুব বেশি নেই। সে ১০ ওভার বল করে, তার মতো করে ব্যাট করে। কিন্তু দুটো দিকেই ভালো করে। আমি সবসময় মনে করি, তার মতো একজন খেলোয়াড় পাওয়া যেকোনো দলের জন্যই আশীর্বাদ।'

এই সময় সাকিবের ব্যাটিং অর্ডার নিয়ে উঠা প্রশ্নেরও জবাব দেন তামিম। যেখানে তামিম স্পষ্ট করেই বলেন, সাকিব এখন থেকে চার কিংবা পাঁচেই ব্যাটিং করবেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ওর (সাকিব) ব্যাটিং অর্ডার চার-পাঁচেই থাকবে, এটা চূড়ান্ত।

মন্তব্য

মতামত দিন

ক্রিকেট পাতার আরো খবর

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারল টাইগাররা

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: লড়াই করেও জিততে পারলো না বাংলাদেশ, চেপে ধরেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে গেলো টাইগাররা। তব . . . বিস্তারিত

সিনিয়রদের সাথে কোনো সমস্যা ছিল না, হবেও না

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com