৪০ বছর পর ফুটবল খেলা দেখার সুযোগ পেল ইরানি নারীরা

২৬ আগস্ট,২০২২

৪০ বছর পর ফুটবল খেলা দেখার সুযোগ পেল ইরানি নারীরা

খেলা ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বৃহস্পতিবার ইরানের দুই স্থানীয় ফুটবল দল ইস্তেগলাল এফসি এবং সানাত মেস কেরম্যান এফসি তেহরানের আজাদী স্টেডিয়ামে খেলতে নামে।

আর এ ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিলেন ৫০০ জন নারী সমর্থক। এর মাধ্যমে গত ৪০ বছরে প্রথমবারের মতো মাঠে বসে ঘরোয়া ফুটবল ম্যাচ উপভোগ করেছেন ইরানি নারীরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এ খবর জানিয়েছে।

তবে মাঠে আসা এসব নারীরা পুরুষ সমর্থকদের সঙ্গে একই গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি। তাছাড়া তাদের বসার জন্য গ্যালারির একটি কোণায় আলাদা ব্যবস্থা করা হয়েছিল।

ইরানে নারীদের স্টেডিয়ামে যেতে বাধা দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে নারীদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবে ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের পর নারীদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয় না।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঝে মাঝে নারীদের গ্যালারিতে বসে খেলার সুযোগ দেয় ইরান। তবে ঘরোয়া ম্যাচে একেবারেই কোনো অনুমতি দেওয়া হয় না। কিন্তু অবশেষে ৪০ বছর পর সেই বিরল সুযোগ পেলেন ৫০০ জন নারী ফুটবল সমর্থক।

মন্তব্য

মতামত দিন

ফুটবল পাতার আরো খবর

গোলের হিসেবে মেসির চেয়ে এগিয়ে ভারতের সুনীল ছেত্রী!

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: বর্তমানে যারা ফুটবল খেলছেন তাদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো . . . বিস্তারিত

পেলে ও অন্যান্যরা ম্যারাডোনাকে যেভাবে বিদায় জানালেন

খেলা ডেস্কআরটিএনএনঢাকা: দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর পাওয়া যায় বাংলাদেশ সময় বুধবার রাতে, এরপর থেকে সামাজিক যোগাযোগ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com