রোহিঙ্গাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র!

২৫ আগস্ট,২০২২

রোহিঙ্গাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বাংলাদেশের ক্যাম্প থেকে রোহিঙ্গা শরণার্থীদের নেবে যুক্তরাষ্ট্র। ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের দেয়া বিবৃতিতে একথা বলা হয়েছে। তিনি আরও বলেছেন, এসব শরণার্থীর পুনর্বাসন বৃদ্ধিতে কাজ করছে যুক্তরাষ্ট্র, যাতে যুক্তরাষ্ট্রে তারা তাদের জীবন নতুন করে গড়ে তুলতে পারেন। তবে কবে নাগাদ এবং কি পরিমাণ রোহিঙ্গাকে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র সে বিষয়ে তিনি কিছুই বলেননি।

তিনি ইন্ডিপেন্টেডন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রতি সমর্থন প্রকাশ করেন। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করায় গাম্বিয়াকে সমর্থন দেন। ব্লিনকেন আরও বলেন, রোহিঙ্গা এবং মিয়ানমারের জনগণের স্বাধীনতা, অন্তভুক্তিমুলক গণতন্ত্রের সাধনায় ন্যায়বিচার ও জবাবদিহিতার অগ্রগতি, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং সব মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

অ্যান্টনি ব্লিনকেন তার বিবৃতিতে বলেন, ৫ বছর আগে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ধর্ষণ করেছে। নির্যাতন করেছে।

ব্যাপক মাত্রায় সহিংসতা করেছে। হত্যা করেছে রোহিঙ্গা কয়েক হাজার শিশু, নারী ও পুুরুষকে। কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তার ভাষায়- এ বছর মার্চে আমি যুক্তরাষ্ট্রে হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে বক্তব্য রেখেছি। এটা বলেছি, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার শামিল।

মন্তব্য

মতামত দিন

যুক্তরাষ্ট্র পাতার আরো খবর

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রোমান খন্দকারের আমেরিকা জয়ের রোমাঞ্চকর গল্প

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনওয়াশিংটন: মাত্র ১৯ বছর বয়সেই রোমান খন্দকার নামের বাংলাদেশি মুসলিম তরুণ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান . . . বিস্তারিত

নিহতের পরিবারকে ১ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দিবে শ্রম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবাহ অঙ্গিকান্ডের ঘটনায় নিহত পরিবারকে এক লাখ ও আহতদের জন্ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com