পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত

২১ মার্চ,২০২০

পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন।

আজ শনিবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ওয়াসফিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন।

১৩ মার্চ থেকেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

তিনি লিখেছেন হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সাথে লড়ছি কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এটা পোষ্ট করছি আমার এক বন্ধুর সাহায্য নিয়ে। আমি এই আশা নিয়ে পোষ্ট করছি যাতে করে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্বজুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভুয়া তথ্য ছড়াচ্ছে তা ঠেকানো যায়।

তিনি তার জন্মভূমি বাংলাদেশের জন্য গভীর ভাবে উদ্বিগ্ন সেটাও লিখেছেন।

তিনি লিখেছেন লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টিনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ এবং আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর।

বাংলাদেশের এই পর্বতারোহী ওশেনিয়া/ অস্ট্রেলেশিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেন ২০১৫ সালে।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ প্রতিদিন পাতার আরো খবর

বাংলাদেশে পুনঃভোট চায় ইইউ

নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: বাংলাদেশে জাতীয় সংসদে পুনরায় নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ চারটি দাবি . . . বিস্তারিত

ইতালির দুর্ধর্ষ মাফিয়াদের যেভাবে প্রতিরোধ করলেন বাংলাদেশিরা

নিউজ ডেস্কআরটিএনএনপালেরমোর: ভিনদেশে দুর্ধর্ষ মাফিয়াদের দৌরাত্ম্যর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন কর . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com