ভয়ে ভয়ে সিরিজটিতে কাজ করেছি

০৭ মার্চ,২০২৩

ভয়ে ভয়ে সিরিজটিতে কাজ করেছি’

চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। গতকাল পর্যন্ত গাজীপুরে ইমরুল রাফাত পরিচালিত ‘ওয়েডিং ডেস্টিনেশন’ নাটকের কাজ করেছেন তিনি।

এ নাটকে তিনি অভিনয় করছেন ফারহান আহমেদ জোভানের বিপরীতে। তার আগে আরও ঈদের দু’টি নাটকের কাজ শেষ করেছেন। সামনে জিয়াউল হক অপূর্ব’র বিপরীতে আরও একটি ঈদের নাটকের কাজ করবেন। তবে ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজের কাজ করেছেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। পরিচালনা করেছেন বাশার জর্জিজ।

চরকির জন্য করা এ সিরিজে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, ভাবনা প্রমুখ। মাহি এরই মধ্যে নাটকেও বেশ বেছে বেছে কাজ করেছেন।

ওয়েব সিরিজে কাজের অনেক আগেই প্রস্তাব ছিল তার। কিন্তু সেগুলো করেননি গল্প ও চরিত্র পছন্দ হয়নি বলে। এবারের সিরিজটির বেলায়ও বেশ খুঁতখুঁতে ছিলেন বলে জানালেন মাহি।

তিনি বলেন, এ সিরিজের টিজার এরইমধ্যে প্রকাশ হয়েছে। সত্যি বলতে সিরিজটিতে অনেক ভয়ে ভয়ে কাজ করেছি। কারণ আমি এমনিতে খুুঁতখুঁতে কাজের ব্যাপারে। আর সিরিজটিতে আমার চরিত্রটি বেশ বোল্ড। তবে চ্যালেঞ্জিং ছিল বেশ। স্ক্রিপ্ট পুরো পড়ে তবেই কাজটি করার সিদ্ধান্ত নেই। তারপরও মনে হচ্ছিল দর্শক কীভাবে নেয়। এখন টিজার প্রকাশের পর বেশ ইতিবাচক মন্তব্য পাচ্ছি।

মাহি আরও বলেন, এটি একটি ক্রাইম-কমেডি সিরিজ। এ ধরনের কাজ খুব কম হয়েছে আমাদের দেশে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।

মন্তব্য

মতামত দিন

বিনোদন পাতার আরো খবর

আমার জীবনটাকে লন্ডন বানিয়ে ফেলছে: পরীমনি

বিনোদন ডেস্কআরটিএনএনঢাকা: ঢালিউড নায়িকা পরীমনি মাতৃত্বকে উপভোগ করছেন। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে ত . . . বিস্তারিত

বাংলা ওয়েব সিরিজ নিয়ে বিতর্কের কারণ কী: যৌনতা, নাকি অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক আরটিএনএনঢাকা: রুখসানা আহমেদ ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত ঈদ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com