ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’তেও বাজিমাত তমার

০৮ মার্চ,২০২৩

ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’তেও বাজিমাত তমার

বিনোদন ডেস্ক
আরটিএনএন
ঢাকা: সময় যত যাচ্ছে, ক্রমেই যেন জ্বলে উঠছেন তমা মির্জা। নানা রূপে নিজেকে পর্দায় হাজির করছেন তিনি।

সম্প্রতি রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’তেও বাজিমাত করেছেন তমা। অভিনয়ের একঝলকে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

তমাকে এর আগে এ রকম ভয়ংকর এবং ভিন্নধর্মী চরিত্রে দেখা যায়নি। তমাও তা–ই মনে করছেন। এই চলচ্চিত্রে তাকে ‘মুনা’ চরিত্রে দেখা গেছে।

রাজধানীর কদমতলী এলাকায় ২০২১ সালের জুনে সংঘটিত ‘ট্রিপল মার্ডার’ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার ছায়া অবলম্বনেই রায়হান রাফী নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’!

তমা জানান, এক বছর আগেই পরিচালকের কাছ থেকে গল্পটি শুনেছেন তিনি। এর পর থেকেই মুনা হওয়ার মিশনে নামেন। পত্রপত্রিকা এবং টেলিভিশনের খবর থেকে যতটা জানতে পেরেছিলেন, সেটাই ছিল সম্বল।

গত বছরের নভেম্বরে ফ্রাইডের শুটিং শুরু করেন রায়হান রাফী। সাভার শহর থেকে দুই ঘণ্টা গাড়ি চলা দূরত্বে একটি বাড়িতে টানা ১৬ দিন ধরে চলে শুটিং। পরিচালক সূত্রে জানা গেছে, শেষ পরিণতির দৃশ্যটি ধারণ করা হয় টানা ২৭ ঘণ্টা ধরে। একটা অন্ধকার ঘরে ভোর পাঁচটায় অভিনয়শিল্পীরা ঢোকেন। পুরো শুটিং শেষ করে তারা সেখান থেকে বের হন।

মন্তব্য

মতামত দিন

বিনোদন পাতার আরো খবর

আমার জীবনটাকে লন্ডন বানিয়ে ফেলছে: পরীমনি

বিনোদন ডেস্কআরটিএনএনঢাকা: ঢালিউড নায়িকা পরীমনি মাতৃত্বকে উপভোগ করছেন। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে ত . . . বিস্তারিত

বাংলা ওয়েব সিরিজ নিয়ে বিতর্কের কারণ কী: যৌনতা, নাকি অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক আরটিএনএনঢাকা: রুখসানা আহমেদ ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত ঈদ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com