বিদ্যা বালানের খোলামেলা ছবি নেট দুনিয়ায় তোলপাড়

০৯ মার্চ,২০২৩

বিদ্যা বালানের খোলামেলা ছবি নেট দুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম তথা নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে- চোখে সানগ্লাস পরা বিদ্যা বালান চেয়ারে বসে আছেন। অথচ তার শরীরে কাপড়ের লেশমাত্র নেই। পত্রিকা দিয়ে শরীর ঢেকে রেখেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর শরীরের ওপর ও নিচের অংশ একদম উন্মুক্ত। এ ছবি নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া।

বলিউডের আবেদনময়ী নায়িকাকে এভাবে খোলামেলা ছবিতে দেখে নেটিজেনদের মনে হাজারও প্রশ্ন। কেননা সচরাচর এই তারকাকে এমন খোলামেলা দেখা যায় না।

বিদ্যাকে ব্যক্তিজীবনে শাড়িতেই বেশি দেখা যায়। শাড়িতে সাজতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিদ্যার এই বোল্ড ছবি ডাব্বু রতনানির ক্যালেন্ডার শুটের। হোলির দিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

বিদ্যা বালানের এমন ছবি দেখে এক নেটিজেন লেখেন- ‘বুড়ো বয়সের ভীমরতি’। আরেকজন লেখেন- ‘ছবিটিতে এডিটিং একটু বেশিই করা হয়েছে।

মন্তব্য

মতামত দিন

বিনোদন পাতার আরো খবর

আমার জীবনটাকে লন্ডন বানিয়ে ফেলছে: পরীমনি

বিনোদন ডেস্কআরটিএনএনঢাকা: ঢালিউড নায়িকা পরীমনি মাতৃত্বকে উপভোগ করছেন। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে ত . . . বিস্তারিত

বাংলা ওয়েব সিরিজ নিয়ে বিতর্কের কারণ কী: যৌনতা, নাকি অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক আরটিএনএনঢাকা: রুখসানা আহমেদ ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত ঈদ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com