ইনস্টাগ্রামে `সুখবর` দিলেন লোহান

১৭ মার্চ,২০২৩

ইনস্টাগ্রামে `সুখবর` দিলেন লোহান

বিনোদন ডেস্ক
আরটিএনএন
ঢাকা: হলিউডের আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহান এবার একটি সুখবর দিলেন। মা হতে যাচ্ছেন তিনি। অভিনেত্রী তার অফিশিয়াল ইনস্টাগ্রামে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিশুর জামার একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই গায়িকা।

এদিকে লোহানের বাবা মাইকেল লোহানও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার কন্যা মা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের বাবা রুশ ধনকুবের ইগোর তারাবাসোভ। একটি মেসেজের মাধ্যমে সন্তানসম্ভবা হওয়ার খবরটি বাবাকে জানান লিন্ডসে। তিনি লিখেছেন, ড্যাডি, আই অ্যাম প্রেগন্যান্ট। মাইকেল বলেছেন, ও আমাকে টেক্সট করে এ খবর দিলো।

জানি না কতোদিন ধরে সে অন্তঃসত্ত্বা। এদিকে ক’দিন আগে লিন্ডসে দাবি করেন, ২৩ বছর বয়সী ইগোর তার সঙ্গে প্রতারণা করেছেন।

একটি সূত্রের দাবি, প্রেমিক যেন সম্পর্কের ইতি না টানেন সেজন্য মা হতে যাওয়ার মিথ্যা খবর প্রচার করছেন তিনি। তাকে ইগোর নিয়ন্ত্রণ করতে চান অভিযোগ তুলে মাইকেল বলেন, ও ভালো করছিল। কিন্তু ইগোর আসার পর সে-ই ম্যানেজার হতে চাইছে। আমার মেয়ে প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছে। এই যেমন হলিউড অভিনেতা টম সিজমোর আমার কাছে বিশাল ক্যানভাসের একটি ছবিতে কাজের প্রস্তাব পাঠিয়েছে লিন্ডসেকে দেয়ার জন্য। কিন্তু ইগোর সেটা ফিরিয়ে দিয়েছে।

এদিকে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টুইটারে প্রেমিকের বিরুদ্ধে আনা নানান অভিযোগ মুছে ফেলেছেন লিন্ডসে লোহান। এসব পোস্টের জন্য তিনি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন।

মন্তব্য

মতামত দিন

বিনোদন পাতার আরো খবর

আমার জীবনটাকে লন্ডন বানিয়ে ফেলছে: পরীমনি

বিনোদন ডেস্কআরটিএনএনঢাকা: ঢালিউড নায়িকা পরীমনি মাতৃত্বকে উপভোগ করছেন। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে ত . . . বিস্তারিত

বাংলা ওয়েব সিরিজ নিয়ে বিতর্কের কারণ কী: যৌনতা, নাকি অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক আরটিএনএনঢাকা: রুখসানা আহমেদ ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত ঈদ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com