চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

১৫ মার্চ,২০২৩

চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: নিজেদের মধ্যে সামরিক শক্তির সহায়তা বৃদ্ধির লক্ষ্যে চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের নৌবাহিনী ওমান সাগরে বুধবার থেকে যৌথ নৌমহড়া শুরু করেছে।

এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো। খবর ইরনার

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ মহড়া শুরু হয়েছে এবং ১৯ মার্চ পর্যন্ত তা চলবে।

বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের পারস্পরিক সহযোগিতা অনেক বেশি গভীর হবে।

মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া চীন এবং রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে।

এসব মহড়ায় জলদস্যু মোকাবেলা, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতাসহ আরো বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়।

মন্তব্য

মতামত দিন

মধ্যপ্রাচ্য পাতার আরো খবর

যুদ্ধবিরতিকে বিজয় দাবি নিয়ে আল-আকসায় ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনজেরুজালেম: বিশ্বনেতাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরেও গাযায় উত্তেজনা রয়েছে, আল-আকসায় আবার দাঙ্ . . . বিস্তারিত

গাজায় বিমান হামলায় ২০জন নিহত, শান্ত থাকতে বিশ্ব নেতাদের আহবান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনজেরুজালেম: সোমবার রাতে ফিলিস্তিনিরা জেরুসালেমের উদ্দেশ্যে রকেট ছুড়লে সহিংসতা বাড়তে থাকে। এর জ . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com