রাশিয়ান নৌ হেডকোয়ার্টারে গুলি করে ড্রোন ভূপাতিত

২০ আগস্ট,২০২২

রাশিয়ান নৌ হেডকোয়ার্টারে গুলি করে ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রুশ কৃষ্ণসাগর নৌবহরের হেডকোয়ার্টারের ওপর উড়তে থাকা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। কর্তৃপক্ষ শনিবার বিষয়টি জানিয়েছে।

সেভাসতোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, নৌবহরের একেবারে ওপরে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার অভিযোগ, ইউক্রেনীয় বাহিনী এটিকে সেখানে পাঠিয়েছে।

তিনি বলেন, ‘এটি ছাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে যায়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আহত হয়নি বলেও জানান তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

এটি ছিল এক মাসের মধ্যে নৌবহরের হেডকোয়ার্টারের ওপর আক্রমণের দ্বিতীয় পদক্ষেপ।

এর আগে গত ৩১ জুলাই এ হেডকোয়ার্টারের উন্মুক্ত অংশে ড্রোন হামলা হয়। এতে পাঁচজন আহত হয়েছিলেন। আর এর কারণে নৌবহর দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন বাতিল করতে হয়েছিল।

এটি ক্রিমিয়ায় রুশ সেনাবাহিনীর স্থাপনাকে টার্গেট করে সর্ব সাম্প্রতিক আক্রমণও। ক্রিমিয়া উপদ্বীপটি রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ পাতার আরো খবর

আবারও তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: বহুল আলোচিত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট পদে গণনা শেষ হওয় . . . বিস্তারিত

ভারতেকে টেক্কা দিয়ে চীনের সাথে সীমান্ত বিরোধ মেটাচ্ছে ভুটান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: ভুটানের পরিচিতি ‘হিমালয়ান নেশন’ বা ‘হিমালয়ের জাতি’ হিসেবে। হিমালয় . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com