রাশিয়ার ট্যাংক নিয়ে ইউক্রেনের প্যারেড

২০ আগস্ট,২০২২

রাশিয়ার ট্যাংক নিয়ে ইউক্রেনের প্যারেড

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: রাশিয়ার ধ্বংস হয়ে যাওয়া ট্যাংক নিয়ে প্যারেড করেছে ইউক্রেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসনের স্মারক হিসেবে কিয়েভের আইকনিক সেন্ট মাইকেল মঠের বাইরে এসব ট্যাংক প্রদর্শন করা হয়। এসব ট্যাংকের অধিকাংশই রুশ আগ্রাসন শুরুর প্রথম সপ্তাহেই ধ্বংস হয়ে যায়।

২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রস্তুতির জন্য তাদের স্থানীয় সময় সকালে ক্রেন এবং লরি দিয়ে এসব ট্যাংককে খ্রেশচাটিক স্ট্রিটে নিয়ে যাওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

গত বছর দেশাত্মবোধক সমাবেশ এবং শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সামরিক কুচকাওয়াজ হয়েছিল ওই রাস্তাটিতে।

চলতি বছর সমাবেশ ও কুচকাওয়াজের পরিবর্তে রাশিয়ান অস্ত্র ধ্বংস করে ইউক্রেনের সাফল্যের প্রমাণ দেওয়া হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ধ্বংস হওয়া সাঁজোয়া যানের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয়দের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ পাতার আরো খবর

আবারও তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: বহুল আলোচিত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট পদে গণনা শেষ হওয় . . . বিস্তারিত

ভারতেকে টেক্কা দিয়ে চীনের সাথে সীমান্ত বিরোধ মেটাচ্ছে ভুটান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: ভুটানের পরিচিতি ‘হিমালয়ান নেশন’ বা ‘হিমালয়ের জাতি’ হিসেবে। হিমালয় . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com