বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

২৭ ফেব্রুয়ারি,২০২৩

বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় নেতা রোববার বলেছেন, তার পক্ষের যোদ্ধারা রাজধানী মিনস্কের কাছে একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রাশিয়ার একটি বিমান ধ্বংস করেছে।

বিরোধী দলের নেতা স্বিয়াতলানা সিখানৌস্কায়ারের ঘনিষ্ঠ উপদেষ্টা ফ্রাঙ্ক ভায়াকোর্কা টুইটার বার্তায় জানান, দলীয় যোদ্ধারা মিনস্কের কাছে মাচুলিশ্চির বিমানঘাঁটিতে রাশিয়ার একটি ব্যতিক্রম বিমান উড়িয়ে দেয়ার একটি সফল অভিযান চালানোর খবর নিশ্চিত করেছে।

তিনি আরো জানান, এটি হচ্ছে ২০২২ সালের শুরু থেকে চালানো সবচেয়ে সফল একটি অভিযান।

তিনি জানান, বেলারুশের দুই নাগরিক এ অভিযান চালাতে ড্রোন ব্যবহার করে। তারা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে এবং নিরাপদ রয়েছে।

বিরোধী দলের একেবারে পক্ষে কাজ করা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার কোন ধরনের বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ভায়াকোর্কা কিছু জানাননি। তবে বিমানটির মূল্য ৩৩০ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়। আর এটি একটি এ-৫০ নজরদারি বিমান ছিল।

এ সংবাদের প্রতিক্রিয়ায় সিখানৌস্কয়া টুইটারে লিখেছেন, বেলারুশের রাশিয়ান হাইব্রিড দখলকে প্রতিহত করা এবং ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া বেলারুশের সকল নাগরিকদের জন্য আমি গর্বিত।

তবে এ খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়া হয়নি।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ পাতার আরো খবর

আবারও তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: বহুল আলোচিত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট পদে গণনা শেষ হওয় . . . বিস্তারিত

ভারতেকে টেক্কা দিয়ে চীনের সাথে সীমান্ত বিরোধ মেটাচ্ছে ভুটান

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: ভুটানের পরিচিতি ‘হিমালয়ান নেশন’ বা ‘হিমালয়ের জাতি’ হিসেবে। হিমালয় . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com