ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু

০৭ মার্চ,২০২৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে বাড়িঘর চাপা পড়ার পর সোমবার ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ কর্মকর্তা জুনাইনাহ বলেছেন, নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে। বর্তমানে ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এক নামে পরিচিত জুনাইনাহ বলেন, আবহাওয়া বদলাচ্ছে। বাতাস এখনো প্রবলভাবে বইছে। এছাড়া জোয়ারের ঢেউ বেশ উত্তাল।

সংস্থাটি বলেছে, বেঁচে থাকা লোকদের সেরাসান অঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে এবং ইতোমধ্যে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে।

এজেন্সির শেয়ার করা ছবিতে, ভারী বৃষ্টিতে কাদার মধ্যে ছাদ এবং গাছগুলোকে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাটি একটি প্রত্যন্ত দ্বীপে অবস্থিত, যেটি নাতুনার রাজধানী শহর থেকে নৌকায় প্রায় পাঁচ ঘণ্টার পথ।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ পাতার আরো খবর

বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় নেতা রোববার বলেছেন, তার পক্ষের যোদ্ধারা রাজধানী মিনস্কের . . . বিস্তারিত

ধ্বংসস্তূপ থেকে বাবাকে নিয়ে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এল . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com