ভারতের সেনাক্যাম্পের কামানের গোলা ছিটকে ৩ জনের মৃত্যু

০৮ মার্চ,২০২৩

ভারতের সেনাক্যাম্পের কামানের গোলা ছিটকে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বিহারের গয়ায় ভারতীয় সেনাশিবিরে চলছিল কামানের গোলা ছোড়ার অনুশীলন। হঠাৎ একটি গোলা শুটিং রেঞ্জ গিয়ে পড়ে পাশের গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে বিহার রাজ্যের গয়া জেলায় এ ঘটনাটি ঘটে।

গয়ার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রাম। পাশেই সেনাশিবির। বুধবার সকালে সেখানেই কামানের গোলা ছোড়ার অনুশীলনে ছিল সেনাকর্মীরা। হঠাৎ একটি গোলা বের হয়ে সেনাশিবির ছেড়ে গ্রামে চলে যায়। এ সময় গ্রামের মাঠে অনেকেই কাজ করছিলেন। মাঠেই গোলাটি গিয়ে পড়ে এবং সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণস্থলের কাছেই কাজ করছিলেন সাতজন। তারা প্রত্যেকেই আহত হন। তাদেরকে কাছের অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসকেরা ওই তিনজন গ্রামবাসীকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন এক নারীও।

গয়ার পুলিশ সুপার আশিস ভারতী জানান, আহত বাকি তিনজনের মধ্যে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি বিশেষ দল।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ পাতার আরো খবর

বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় নেতা রোববার বলেছেন, তার পক্ষের যোদ্ধারা রাজধানী মিনস্কের . . . বিস্তারিত

ধ্বংসস্তূপ থেকে বাবাকে নিয়ে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এল . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com