ক্ষতিগ্রস্তদের জন্য জমিয়তে উলামায়ে হিন্দের উপহার

০৮ মার্চ,২০২৩

ক্ষতিগ্রস্তদের জন্য জমিয়তে উলামায়ে হিন্দের উপহার

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছেছেন উপমহাদেশের মুসলিমদের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানি।

স্থানীয় সময় মঙ্গলবার সেখানে পৌঁছানোর পর পরই মাওলানা মাদানি দেশটির আনতাকিয়া ও কাহারমানমারাশ এলাকার কয়েক হাজার আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় সেখানে বসবাসকারী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ও তিনি নিজে তাদের হাতে খাদ্য ও অন্যান্য সামগ্রী উপহার তুলে দেন।

তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পে শুধু হাজার হাজার মানুষই মৃত্যুবরণ করেননি। একইসাথে অসংখ্য মানুষ ঘরবাড়ি-সহায়-সম্পত্তি সবই হারিয়েছেন এবং এতিম হয়েছে অগণিত শিশু। ঠিক এরকম অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টা থেকেই জমিয়তে উলামায়ে হিন্দের সহযোগিতায় এই উপহার প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

উপহার বিতরণের সময় আশ্রয়শিবিরের এতিম শিশুদের সাথে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা মাহমুদ মাদানি। এ সময় তিনি তাদের সাথে কথা বলেন এবং আনতাকিয়ার এক শিশু তাকে পবিত্র কুরআনের একটি সূরা তেলাওয়াত করে শোনায়।

মন্তব্য

মতামত দিন

ইউরোপ পাতার আরো খবর

বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় নেতা রোববার বলেছেন, তার পক্ষের যোদ্ধারা রাজধানী মিনস্কের . . . বিস্তারিত

ধ্বংসস্তূপ থেকে বাবাকে নিয়ে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এল . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com