গুপ্তহত্যার শঙ্কায় প্রধান বিচারপতিকে ইমরান খানের চিঠি

০৭ মার্চ,২০২৩

গুপ্তহত্যার শঙ্কায় প্রধান বিচারপতিকে ইমরান খানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এ ষড়যন্ত্রের পেছনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি।

গুপ্তহত্যার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে তার নিরাপত্তা জোরদার করতে দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বরাবর একটি চিঠি লিখেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

চিঠিতে ইমরান খান বলেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সরকারকে অপসারণের পর থেকে আমি এফআইআর, হুমকি এবং অবশেষে হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছি। ইমরান খান আরো জানিয়েছেন, জীবনের অধিকার সংবিধানের অধীনে মানুষের একটি মৌলিক অধিকার এবং এ মুহূর্তে তার জীবন সঙ্কটের মুখে রয়েছে। তাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়ে প্রধান বিচারপতিকে ইমরান লিখেছেন- আমার বিরুদ্ধে ৭৪টি মামলা রয়েছে এবং আমাকে প্রায়ই শুনানির জন্য আদালতে হাজির করা হচ্ছে। আমি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং যেখানেই যাই, সেখানেই ব্যাপক জনসমাগম হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ইমরান খান লাহোর হাইকোর্টে তার শেষ উপস্থিতিতে নিজের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছ থেকে যে হুমকির সম্মুখীন হয়েছেন সে বিষয়ে ব্যবস্থা নিতে এবং আদালতে তার উপস্থিতির দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন।

ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা, টিভি লাইসেন্স স্থগিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি (পিইএমআরএ)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক বক্তৃতা দেয়ার পর এমন নিষেধাজ্ঞা আরোপ করে পিইএমআরএ। ভাষণে ইমরান খান অভিযোগ এনেছেন, গত বছরের এপ্রিলে তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে সাবেক সেনাপ্রধান জাভেদ বাজওয়ার হাত ছিল।
দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি (পিইএমআরএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। যা আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিকূল এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ইমরান খানের ভাষণ এবং বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পিইএমআরএ। ঘোষণার দুই ঘণ্টা পর বেসরকারি ব্যক্তিগত মালিকানাধীন ‘এআরওয়াই নিউজ’-এর লাইসেন্স বাতিল স্থগিত করেছে মিডিয়া রেগুলেটর। কারণ হিসেবে বলা হচ্ছে, লাহারে ইমরানের বক্তব্য প্রচার করে আদেশ লঙ্ঘন করেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে এআরওয়াইয়ের এক কর্মকর্তা।

এ দিকে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান গ্রেফতার এড়িয়ে গেছেন। রোববার ইসলামাবাদের পুলিশ তার লাহোরের বাসভবনে গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হলেও তাকে সেখানে পায়নি।

গ্রেফতারি পরোয়ানা বহাল
তাছাড়া পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আদালত। সোমবার ইমরানের খানের আইনজীবী ওই ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদন করলে তা খারিজ করে দেন অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল। একই সাথে আগামীকালের মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রি করার অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে। এজন্যই পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান। পরে তা খারিজ হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে হওয়া মামলার একাধিক শুনানিতে উপস্থিত হননি ৭০ বছর বয়সী পিটিআই নেতা। ওই অভিযোগেই ইমরানকে গ্রেফতার করতে রোববার ইসলামাবাদ থেকে লাহোরে ইমরানের জামান পার্কের বাড়িতে পৌঁছে পুলিশ। কিন্তু কর্মী-সমর্থকদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার না করে শুধু নোটিশ দিয়ে ফিরে যায় ইসলামাবাদ পুলিশ।
জোট সরকারে ভাঙনের সুর : দ্য ডন ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, জোট গঠন করে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়েছিল দক্ষিণ এশিয়ার এই দেশটির বেশ কয়েকটি দল। পরে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে শাহবাজ শরিফের নেতৃত্বে সরকারও গঠন করে তারা। এরপর বিরোধী নেতা হিসেবে ইমরান দেশটির ক্ষমতাসীনদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেও এবার অসন্তোষ দেখা দিয়েছে খোদ জোট সরকারের ভেতরেই।

প্রতিশ্রুতি পূরণ করা বা না করা নিয়ে সৃষ্ট এই অসন্তোষের জেরে এবার পাকিস্তানের সরকারে ভাঙনের সুর দেখা দিয়েছে। প্রতিশ্রুতি পূরণ করা বা না করা নিয়ে পাকিস্তানের সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি সিন্ধু প্রদেশের বন্যাদুর্গতদের ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি পূরণ না করে তবে তার দলের পক্ষে ফেডারেল সরকারের অংশ হিসেবে থাকা খুব কঠিন হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, নিজের জোট সরকারের প্রতি বিরক্তি প্রকাশ করে ‘সিন্ধুতে বন্যাদুর্গতদের দেয়া প্রতিশ্রুতি পূরণ না হলে’ মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। রোববার করাচিতে বন্যাকবলিত কৃষকদের জন্য বিআইএসপির অধীনে বীজ ভর্তুকি কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। বিলাওয়াল বলেন, ‘বন্যাদুর্গতদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পূরণ করা প্রয়োজন। অন্যথায় আমাদের (ফেডারেল সরকারের) অংশ হিসেবে থাকা কঠিন হবে।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার বন্যাকবলিত পীর গুড্ডু এবং কোট ডিজি এলাকায় বন্যাপরবর্তী পুনর্বাসন কাজ পরিদর্শন করেন এবং বন্যাদুর্গতদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দেন। পিপিপি নেতা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, ফেডারেল সরকার বন্যার্তদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হয়নি। তিনি আরো বলেন, দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বন্যাকবলিত জনগোষ্ঠী কঠিন সময় পার করছে।

বিলাওয়াল ভুট্টো জারদারি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বন্যাদুর্গতদের অগ্রাধিকার দেয়া। তার ভাষায়, ‘যদি ফেডারেল সরকার বা প্রধানমন্ত্রী (শাহবাজ শরিফ) কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে সেগুলো পূরণ করতে হবে।’ সিন্ধু প্রদেশের ক্ষমতায় রয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপি চেয়ারম্যানের মতে, সিন্ধুর ক্ষমতাসীন দল জাতীয় পরিষদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সামনেও বিষয়টি উত্থাপন করবে। তিনি আশা প্রকাশ করেন, ফেডারেল সরকার (প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে) তাদের উদ্বেগ দূর করবে।

এ ছাড়া পাকিস্তানে চলমান দেশটির প্রথম ডিজিটাল আদমশুমারি নিয়েও ক্ষমতাসীনদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। পাকিস্তানের ইতিহাসে প্রথম এই ডিজিটাল আদমশুমারিকে ‘ত্রুটিপূর্ণ’ বলেও আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। একই সাথে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ চলমান আদমশুমারির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

অন্যান্য প্রদেশের তুলনায় সিন্ধুতে আবাসন আদমশুমারির ফলাফলে ব্যাপক পার্থক্য ছিল উল্লেখ করে বিলাওয়াল বলেন, আমরা ২০১৮ সালের আদমশুমারির ফলাফলে আপত্তি জানিয়েছিলাম। এ ছাড়া সে সময় আবাসন আদমশুমারির ১০ শতাংশ পুনঃগণনার দাবি করেছিলেন বলেও জানান এই পিপিপি নেতা।

ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারের নাম না করে বিলাওয়াল বলেন, ২০১৮ সালের সেই আদমশুমারি লক্ষ্য ছিল একটি ‘বাছাইকৃত’ দলকে ক্ষমতায় আনা। সিন্ধু আন্তঃপ্রাদেশিক বৈঠকে আদমশুমারি নিয়ে আপত্তি উত্থাপন করেছে জানিয়ে তিনি আরো বলেন, তার প্রদেশ ইতোমধ্যে ফেডারেল সরকারের কাছে ডিজিটাল আদমশুমারি নিয়ে আপত্তি পাঠিয়েছে। তার ভাষায়, ‘এমনকি আমি জানতামও না যে, এবারের আদমশুমারি অনলাইনে অনুষ্ঠিত হবে’।

মন্তব্য

মতামত দিন

এশিয়া পাতার আরো খবর

তালেবান নিষেধাজ্ঞাকে ‘বুড়ো আঙুল’ দেখাচ্ছে আফগান মেয়েরা

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের প্রায় আড়াই মাস পেরিয়ে যাচ্ছে। প্রথম দফার . . . বিস্তারিত

মিছিল নিয়ে মুম্বাই যাচ্ছে ভারতের ২০ হাজার কৃষক

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: ভারতের মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক পায়ে হেঁটে রাজধানী মুম্বাইয়ের দিকে পদযাত্রা শুরু করে . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com