ইমরান খানকে গ্রেফতার এক দিনের জন্য স্থগিত

১৫ মার্চ,২০২৩

ইমরান খানকে গ্রেফতার এক দিনের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: লাহোর হাইকোর্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে।

লাহোরে ইমরান খানের জামান পার্ক বাসস্থানে নৃশংসতা বন্ধে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর আবেদনের প্রেক্ষাপটে আদালত এই আদেশ দেয়।

ইসলামাবাদ হাইকোর্টও আজ বুধবার এ ধরনের একটি আদেশ দিতে পারে। সেখানেও পিটিআইয়ের এক নেতা ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে আরেকটি পিটিশন দায়ের করেছেন।

ইমরান খানকে গ্রেফতার করতে প্রায় ২৪ ঘণ্টা ধরে পুলিশের চেষ্টা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে আদালত এই আদেশ দিয়েছে। পুলিশ ইমরান খানের সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেও তেমন সুবিধা করতে পারেনি।

আদালতের নির্দেশের পর পুলিশ ইতোমধ্যেই পিটিআই প্রধানের বাসভবন ত্যাগ করতে শুরু করেছে।

একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি খেলাগুলো শেষ না হওয়া পর্যন্ত পুলিশ আর গ্রেফতারের চেষ্টা করবে না।

মন্তব্য

মতামত দিন

এশিয়া পাতার আরো খবর

তালেবান নিষেধাজ্ঞাকে ‘বুড়ো আঙুল’ দেখাচ্ছে আফগান মেয়েরা

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের প্রায় আড়াই মাস পেরিয়ে যাচ্ছে। প্রথম দফার . . . বিস্তারিত

মিছিল নিয়ে মুম্বাই যাচ্ছে ভারতের ২০ হাজার কৃষক

আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনঢাকা: ভারতের মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক পায়ে হেঁটে রাজধানী মুম্বাইয়ের দিকে পদযাত্রা শুরু করে . . . বিস্তারিত

 

 

 

 

 

 

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, +৮৮০-২-৮৩১১৫৮৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: +৮৮০-১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com