Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ নবেম্বর) রাত ৮টা থেকে ওই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাবে।

মোট ৭৯৭টি কলেজে দুই লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

উল্লেখ্য, চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

প্রথম বর্ষ অনার্স প্রফেশনালে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন বুধবার থেকে শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হবে। তা চলবে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি-বিষয়ক (www.nu.ac.bd/admissions) ওয়েবসাইট থেকে জানা যাবে।

 সোমবার (৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।