নিউজ ডেস্ক
আরটিএনএন: ২০১৩ সালে চালুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্সে একদিনে সর্বোচ্চ উত্থান হয়েছে।
আজ বৃহস্পতিবার ব্রড ইনডেক্স ডিএসইক্স বেড়েছে ৩০৬ পয়েন্ট বা ৫.৪৪ শতাংশ।
ডিএসই-র কর্মকর্তারা জানান, ২০১৩ সালের ২৮ জানুয়ারি এই সূচকটির যাত্রা শুরু করলেও, একদিনে এত বড় উত্থান আগে হয়নি। অর্থাৎ সূচকটি চালুর পর ১১ বছরের বেশি সময়ে এত বড় উত্থান হয়নি।
ব্রড ইনডেক্সের পাশাপাশি ডিএসই শরীয়াহ ইনডেক্সও বেড়েছে ৫৫ পয়েন্ট বা ৪.৫৭ শতাংশ; আর ডিএস৩০ ইনডেক্স বেড়েছে ১১০ পয়েন্ট বা ৫.৪৬ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা, যা চলতি বছরের ১৩ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৬৬৪ কোটি টাকা।
গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর টানা তিনদিন ইতিবাচক ধারায় রয়েছে দেশের পুঁজিবাজার।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার সঙ্গে মূল্যসূচকের উত্থান অব্যহত রয়েছে।
বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৩৬৪টির শেয়ারের দাম বেড়েছে। ২৭টি কোম্পানির শেয়ারদর হ্রাস পেয়েছে, আর ৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
Comments