Image description

আন্তর্জাতিক ডেস্ক 
আরটিএনএন: ইসরাইলের ওপর ইরানের নজিরবিহীন হামলার তিন দিন পর এবার লেবানন থেকে দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  

বুধবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।  খবর আল জাজিরার

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার ঘটনায় ইসরাইলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠে। এর আগে গত ১৩ এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

তার আগে ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এর জেরে ইসরাইলের মূল ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় তেহরান।