Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: যুদ্ধরত গাজায় হামাসের হাতে পণবন্দী থাইল্যান্ডের নাগরিকদের ‍মুক্তিতে সহায়তা করেছে ইরান। থাই সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা এ ব্যাপারে ভূমিকা পালন করেছে।

 শনিবার এ কথা জানিয়েছে থাইল্যান্ডে ইরানি দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ইরানি দূতাবাস জানিয়েছে, থাই সরকারের অনুরোধে ইরান সরকার হামাসের কাছে থাই পণবন্দীদের নামের তালিকা সরবরাহ করে এবং তাদের মুক্তির ব্যাপারে আহ্বান জানায়।

 ‘লেবাননের রাজধানী বৈরুত সফরকালে ইরানি কর্মকর্তারা হামাসের কাছে থাই পণবন্দীদের নামের তালিকা সরবরাহ করে এবং তাদের মুক্তির ব্যাপারে আহ্বান জানান। থাইল্যান্ডের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এমনটি করেছে ইরান,’ বলা হয় এক্স পোস্টে।

পশ্চিমতীরে ৩১৬০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল
গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিমতীর থেকে ৩ হাজার ১৬০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল।

 শনিবার প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব এ তথ্য জানিয়েছেন।

সংস্থাটির তথ্যমতে, শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্তই গ্রেফতার করা হয়েছে ১৭ ফিলিস্তিনিকে।

ইসরাইলের অব্যাহত হামলার ৪৮ দিন পর শুক্রবার চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজায়। এর অংশ হিসেবে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এর পরই আরো ১৭ জনকে গ্রেফতার করলো ইসরাইল।

সূত্র : আলজাজিরা