
লাইফস্টাইল ডেস্ক
আরটিএনএন: টুথপেস্ট দিয়ে কি শুধু দাঁতই মাজা হয়? আপনি কি জানেন নিত্য প্রয়োজনীয় এই টুথপেস্ট ঘরের আরও অন্তত পাঁচটি কাজ করতে পারে। ব্যবহার করা জানলে কাজের পরিথি আরও বাড়বে। চাইলে আপনি এটি দিতে জুতা পরিষ্কার করতে পারবেন, কাপড়ের দাঁগ সরাতেও ব্যবহার করবেন।
বহুমূখি কাজে সিদ্ধহস্ত এই টুথপেস্টের পাঁচটি ব্যবহার জানাব—
এক বৃষ্টির দিন হোক বা শীতের সকাল রাস্তায় বের হলে জুতায় কাদা লাগবেই। জুতার কাদা পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতায় প্রথমে লাগিয়ে নিন পেস্ট। তারপর শুকনা ও নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিন। নতুনের মতো চকচক করবে কাদা লাগা জুতাও।
দুই বাড়িতে শিশু থাকলে দেয়ালে আঁকিবুঁকি থাকবেই। ওসবে তাদের মানা করা অসম্ভব। কিন্তু উত্তরণের পথ আছে। নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়ালে লাগিয়ে নিন। তারপর শুকনা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।
তিন. কাপ বা মগ থেকে চা বা কফির দাগ উঠতে চাইছে না? কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। দেখবেন নতুনের মতো হয়ে যাবে মগ বা কাপ।
চার. শীতের দিনে এই ঝামেলাটা বেশি পোহাতে হয়—বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না।
পাচ. ইস্ত্রির সামনের অংশে দাগ লেগে থাকলে কাপড়ও নোংরা হয়ে যায়। সেই দাগ উঠাতে কত কসরত করতে হয়। কিন্তু সহজ একটি উপায়ে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। একটি নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে আরেকটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন ইস্ত্রি।
Comments