Image description

নিজস্ব প্রতিবেদক 
আরটিএনএন 
ঢাকা:  মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

 আজ রোববার যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন তার মনোনয়নপত্র বাতিল করেন। 

মনোনয়ন বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ঋণখেলাপির অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্রও বাতিল হয় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে।