Image description

সাতক্ষীরা প্রতিনিধি :

আরটিএনএন: সাতক্ষীরা বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল থাকা তিন আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী স্পটে মারা যায় অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।