Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মো. রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব- ২। এর আগে রোববার রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ভোর ৫টার দিকে ডিপজল ও অজ্ঞাতনাম আরও ৫ থেকে ৬ জন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরির চেষ্টা করেন। তবে ভুক্তভোগী মো. রবিউলসহ সেখানে দায়িত্বরত অন্যান্য নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে তাদের আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে সোয়া ১১টার দিকে ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করার সময় মো. রবিউলকে ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান ডিপজল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে গ্রেফতার এড়াতে ওই আসামি আত্মগোপনে চলে যান। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ২- এর একটি আভিযানিক দল গতকাল রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে র‌্যাব বলেছে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।