
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ঢাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিলটি বের হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেকুর জামান তারেক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আউয়াল প্রমুখ।
এ সময় বিএনপির নেতাকর্মীরা আগামীকাল থেকে শুরু ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে স্লোগান দিতে থাকেন।
Comments