Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে দেশের চলমান অস্থিরতায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়েছে আইসিসি। আয়োজক হিসেবে বাংলাদেশের নাম থাকলেও এখন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। ঘরের মাঠে বিশ্বকাপ না হওয়ায় হতাশ বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আর দর্শকদের কথা চিন্তা করে এই হতাশা আছে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটেরও।

নারী বিশ্বকাপের আসর স্থানান্তরিত হওয়া প্রসঙ্গে নাইট বলেন, ‘ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা। আমরা এটি নিয়ে কথা বলব। তবে এটা বিশ্বকাপ, এ নিয়ে উজ্জীবিত হতে খুব বেশি কিছু দরকার নেই।’

আরব আমিরাতে ক্রিকেট নিয়ে এমনিতেও আগ্রহ কম। সেখানে নারী ক্রিকেটের আসর বসায় দর্শক পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই, যা নিয়ে নাইট বলছেন, ‘কেউ কেউ দর্শকদের অনেক আওয়াজে রোমাঞ্চিত হয়। ফলে আমাদের সামনে কী আসতে যাচ্ছে, সেটি নিয়ে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না হুট করে বেশি দর্শক আসবে। তবে এ নিয়ে কিছু করার নেই। অবশ্যই নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে বিশ্বকাপ হবে, এটি ভেবেই ১৮ মাস ধরে প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আসর স্থানান্তরিত হওয়ায় তাই হতাশ নাইট। তবে বাংলাদেশি ক্রিকেটারদের দুঃখও বুঝতে পারছেন তিনি। ইংলিশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য ব্যাপারটি দুঃখজনক, নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয়, এটিই হয়তো সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে খুব বেশি হবে না।’