
নিজস্ব প্রতিবেদক :
আরটিএনএন: বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন মূখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল বলেছেন, আপনারা কি করছেন আমাদেরকে জানাতে হবে। আপনারা যদি না বলেন তাহলে এখনই আপনাদের পদত্যাগ চাইব। আপনারা যদি কাজ করেন, তাহলে টাইমলাইনসহ বলেন কি কি করেছেন। কোন কাজ কতদিনের মধ্যে করবেন তা জনগণের সামনে এসে বলবেন। আপনাদেরকে নিয়ন্ত্রক সংস্থায় বসানো হয়েছে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে। আপনাদেরকে সবার কাছে জবাব দিতে হবে।
শনিবার (১০ মে) বেলা পৌনে ১২ টায় বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট জার্নালিস্ট ফোরামে (সিএমজেএফ) এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, গত ১০ বছরে কোনো রিটার্ন নাই। গত ১০ বছরে মার্কেটে যারা ইনভেস্ট করেছে তারা এক টাকাও রিটার্ন পায়নি। ভারতে গত দশ বছরে গড়ে রিটার্ন ছিল ১১ শতাংশ। পাকিস্তানে ছিল ১২ শতাংশ, শ্রীলংকায় সাড়ে ৮ শতাংশ। কিন্তু বাংলাদেশে রিটার্ন নেগেটিভ।
তিনি বলেন, পুঁজিবাজারের এই অবস্থা এক দিনের না। আমরা কয়েক বছর ধরে শুনছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে, ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করছে না। এগুলোর কারণ মার্কেট ভালো হচ্ছে না। তিনি প্রশ্ন রেখে বলেন, আজকে কি এমন অবস্থা আছে? এখন কি কারেন্সি ডিপ্রেসিয়েশন হচ্ছে? হচ্ছে না। ফরেন রিজার্ভ বেড়েছে।
আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, এখন আকুর বিল পরিশোধ করেও রিজার্ভ ২০ বিলিয়নের ওপরে। আমাদের এক্সপোর্ট বাড়ছে। আমাদের ইমপোর্টের উপরে যে রেস্ট্রিকশন সেগুলোও চলে যাচ্ছে। এবং আমাদের কারেন্ট একাউন্ট ব্যালেন্স এখন মাত্র ১ পয়েন্ট ২ বিলিয়ন নেগেটিভ যেটা গত বছরেও সাড়ে ৪ বিলিয়ন নেগেটিভ ছিল। এতো এতো পজেটিভ বিষয় থেকেও কেন মার্কেট বাড়ছে না? এক্সটার্নাল মার্কেটে অনেক পজেটিভ বিষয় থাকার পরে কেন মার্কেট ভালো হচ্ছে না। কারণ, আস্থা নেই।
আমাদের নিয়ন্ত্রক সংস্থার প্রতি আস্থা নাই উল্লেখ করে তিনি বলেন, এই জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ হয়েছে আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব থাকবে এই কারণে নয়। এখানে নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী, প্রতিষ্ঠান সকলকে একসাথে কাজ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা যদি মনে করে আমি কাউকে পাত্তা দেব না তাহলে বাজার ভালো হবে না। সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলে কাজ করতে হবে। এই বাজার ভালো করতে হলে
তিনি আরও বলেন, আমরা দেখেছি পুঁজিবাজারের সংস্কারে টাস্কফোর্স করা হয়েছে। ওনারা আইপিও বিধিমালার নতুন সংস্করণ করেছেন, মার্জিন রুল সংস্করণ করছেন, মিউচুয়াল ফান্ডের রুল সংস্করণ করছেন এবং কিছু বড় বড় জরিমানা করেছেন। এগুলো ভালো, কিন্তু এগুলো কবে বাস্তবায়ন করবেন তা আমাদেরকে জানাতে হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments