Image description

বিনোদন ডেস্ক
আরটিএনএন: ব্যান্ড সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিপ্লব বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেই তিনি পেশা হিসেবে ট্যাক্সি চালানোর কাজ করছেন। তবে গানকে ভুলে যাননি একদমই। কাজের ফাঁকে সুযোগ পেলেই নতুন গান প্রকাশ করেন এবং নিয়মিত চর্চা চালিয়ে যান।

সোমবার বিপ্লব জানালেন, নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে, যা নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। জানা গেছে, দুটি গানের একটি প্রকাশ হবে ঈদে, আর অন্যটি বাংলা নববর্ষে। 

যদিও গানগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই ব্যান্ড শিল্পী। তবে জানিয়েছেন, ঈদের গানটির শিরোনাম ‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’ এবং এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম।

নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন বিপ্লব। প্রমিথিউস ব্যান্ডের হয়ে গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। এলআরবি, নগরবাউলের পাশাপাশি প্রমিথিউসও তখন ছিল তুমুল জনপ্রিয়। আইয়ুব বাচ্চু, জেমস, হাসান এবং বিপ্লব—এই চার শিল্পীর সমানতালে বিচরণে বাংলাদেশের গানের জগৎ ছিল সোনালি এক অধ্যায়।

বিপ্লব কয়েক বছর ধরে প্রবাসজীবনে থাকলেও গান প্রকাশ থেকে পুরোপুরি বিরত ছিলেন না। বিভিন্ন উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে চলেছেন। তবে নিউইয়র্কে তিনি কেমন আছেন, কী করছেন—এ নিয়ে ভক্তরা প্রায়ই তার খোঁজ নেন। অনেকে তার ফেসবুকেও এ বিষয়ে জানতে চান। সেই ভক্তদের কথা ভেবেই তিনি গান প্রকাশ চালিয়ে যাচ্ছেন। এবারের ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ তার সেই ধারাবাহিকতারই অংশ।

ভিডিও বার্তায় বিপ্লব বলেন, ‘যুক্তরাষ্ট্রে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জন্য আপনারা মোটেও চিন্তা করবেন না। আপনাদের জন্য নতুন গান আসছে, সেই গান শুনবেন। আমি এখন সেই গান নিয়ে প্রস্তুত হচ্ছি। আমার বিশ্বাস, এই গানগুলো আপনাদের ভালোও লাগবে।’

যুক্তরাষ্ট্রে বিপ্লবের ট্যাক্সি চালানো সম্পর্কে অনেক সময় তাকে নিয়ে কটূক্তি করেন। তবে এসব কটূক্তি তার গায়ে লাগানোর কোনো কারণই নেই বলে জানান তিনি।

বিপ্লব বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন, এতে কেউ ক্ষুব্ধও হবেন না, মন খারাপও করবেন না। এগুলো একেবারে মাথায় রাখবেন না। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আপনারা নতুন গান শোনার জন্য তৈরি হোন।’