Image description

বিনোদন ডেস্ক
আরটিএনএন: ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু ভালোবেসে ঘর বেঁধেছিলেন। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একাধিক রীতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তারা। তার একটি ছিল খ্রিষ্টান রীতি। এ রীতিতে বিয়ে করতে গিয়ে সাদা রঙের গাউন পরেছিলেন সামান্থা রুথ প্রভু। 

২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এ তারকা যুগল। এরপর দুজনার দুটি পথ গেছে বেঁকে। এর মধ্যে অভিনেতা নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হয়েছেন। 

সংসার ভাঙার পর বিয়ের সেই গাউন কেটে নতুন পোশাক তৈরি করেছিলেন অভিনেত্রী সামান্থা। আর সেই পোশাক পরে একটি অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী বলেন, আজ আমি যে পোশাকটি পরেছি, এটি আমার প্রিয় একটি গাউন ছিল। সেই গাউন দিয়ে নতুন একটি পোশাক তৈরি করেছি। তিনি বলেন, আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে কটি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি হলো— পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য ছিল সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় জুড়ে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। নাগাকে যে তিনি বেশি ভালোবাসেন সে কথা বিবাহিত থাকাকালীন বেশ কয়েকবার জানিয়েছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তাকে সমাজের কাছে ছোট হতে হয়েছে বিনাদোষে, সে কথাও বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। 

বিয়েবিচ্ছেদের দীর্ঘদিন নিজের মনের দরজায় খিল দিয়ে রেখেছিলেন সামান্থা। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে আছেন তিনি। সেই সময় পাশে পান পরিবারকে। এবার নিজের জন্য নতুন সঙ্গীও খুঁজে নিলেন সামান্থা।

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন— সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমের পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছেন তিনি। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাকে নতুন করে ঘি ঢেলে দিলেন সামান্থা।

গতকাল বুধবার (১৪ মে) অভিনেত্রী তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে। কে তিনি?

দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। রাজের সঙ্গে নাকি সামান্থা গত এক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গত মাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে। 

এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি ভক্ত-অনুরাগীরাও। তাদের মন্তব্য— এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।

এর আগেও সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজ নিদিমারুকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন—পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু। সেই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এ সিনেমার মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন বলেই মনে করছেন নেটিজেনরা। তবে শোনা গেছে, সামান্থা নাকি জানিয়েছেন— এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলে দাবি অভিনেত্রীর।