Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: আট বছর পর শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়ে দেওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কে জানে, পঞ্চম দিনের খেলা নির্বিঘ্নে চললে ফল হয়ত বাংলাদেশের পক্ষেই আসত। তবে এদিন বৃষ্টির বাগড়ায় প্রায় তিন ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় অর্ধেক দিন বাকি থাকতেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের নিয়তি। শেষ পর্যন্ত জয়ের হাতছোঁয়া দূরত্বে থেকেও ড্র মেনে নিতে হলো বাংলাদেশকে।