
নেত্রকোনা প্রতিনিধি
আরটিএনএন: নেত্রকোনার মদনে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে আনোয়ার (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনোয়ার মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটির মা চট্রগ্রামে থাকেন। মেয়েটি বাড়িতে তার স্বজনদের কাছে থেকে লেখাপড়া করছে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়শ তাকে কুপ্রস্তাব দিত বখাটে আনোয়ার। এতে ওই মাদ্রাসাছাত্রীর ওপর ক্ষিপ্ত ছিল ওই তরুণ।
গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মেয়েটি ঘর থেকে বের হয়। এ সময় ওৎ পেতে থাকা আনোয়ার মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির চাচা পুলিশকে অবগত করে। মঙ্গলবার অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে বখাটে আনোয়ারকে আটক করে মেয়েটিকে উদ্ধার করে।
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেয়েটির ডাক্তারি পরিক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
Comments