
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডী থানার উদ্যোগে স্থানীয়দের প্রাইমারি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৩ দিন ব্যাপী ‘ফ্রি হেলথ স্ক্রীনিং প্রোগ্রাম শুরু হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত চলমান দাওয়াতী পক্ষ উপলক্ষে এই স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬:০০ টায় ধানমন্ডি রবিন্দ্র সরোবরে এ ফ্রি স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ধানমন্ডি হাজারীবাগ জোনের পরিচালক প্রফেসর নুরুন্নবী চৌধুরী মানিক।
ধানমন্ডি থানা আমীর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, জনাব আনিসুজ্জামান, জনাব আ ন ম তাজুল ইসলাম, মিজানুর রহমান,মাইন উদ্দিন সোহেল, ইমদাদুল ইসলাম প্রমুখ।
হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের প্রথম দিনে ১৫০জন মহিলাসহ প্রায় ৪০০ জনের প্রাইমারি স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়।
ফ্রি হেলথ স্ক্রীনিং প্রোগ্রামে স্থানীয়রা ব্যাপক আগ্রহের সাথে প্রাইমারি স্বাস্থ্য স্ক্রিনিং টেস্ট করান এবং স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন পরামর্শ গ্রহন করেন।
উল্লেখ্য এই প্রোগ্রাম ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৬:০০টা থেকে ৯:০০টা পর্যন্ত চলমান থাকবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
Comments