
নিজস্ব পপ্রতিতবেদক
আরটিএনএনে: সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো ৬০৪ জনকে। এ সময় পুলিশ অপরাধীদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করে জানান, গত একদিনে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ৬০৪ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬৬২ জনকে।
তিনি আরো জানান, অভিযানে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলবে।
Comments