Image description

ঝিনাইদহ প্রতিনিধি
আরটিএনএন: মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জামায়াত কর্মী হাসিনা খাতুন বাদী হয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

রোববার দুপুরে ডাক বাংলার হল রুমে এক সংবাদ সম্মেলন করেন দলটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে হাসিনা খাতুন বলেন, কুল্লোপাড়ায় জামায়াত ইসলামীর কয়েকশ মহিলা কর্মী নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলাম। হঠাৎ করে ঝুমুর আলী, আল-আমিন সাহেব আলী, সোহেল রানা ও আশরাফুল ইসলামসহ ১৫-২০ জন বিএনপির নেতাকর্মী হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠিসোটা নিয়ে আলোচনা সভায় অতর্কিত হামলা চালায়। এতে সভায় উপস্থিত অনেক কর্মী আহত হন। ঝুমুর বাঁশের লাঠি দিয়ে সালেহা খাতুনের পায়ে আঘাত করে। আমাকে ধাক্কা দিতে দিতে রাস্তার ওপর নিয়ে আসে এবং আমার বাম কানে জোরে দুটি থাপ্পড় মারে। আমার শরীর থেকে ওড়না টান দিয়ে কেড়ে নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মহিলা কর্মীদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সে।

 এ নিয়ে সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা আমাদের মহিলা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন নেতাকর্মীদের বিএনপি থেকে বহিষ্কারের আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মহেশপুর পৌর আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আমির জুলফিক্কার আলী।

এদিকে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, এ হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। যারা এমন ঘটনা ঘটিয়েছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিএনপি কারো আলোচনা সভায় হামলার নির্দেশ দেয় না।