Image description

ঠাকুরগাঁও প্রতিনিধি
আরটিএনএন: জামায়াতে ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নুর করিম বলেন, ‘১৯৭১ সালে তারা ৩০ লাখ মানুষ হত্যা করেছে। দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূরণ হবে না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নুর করিম এসব কথা বলেন।

বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ সভায় নুর করিম জামায়াতকে লুণ্ঠনকারী দল হিসেবে আখ্যা দিয়েছে। বলেন, ‘১৯৭১ সালে তারা লুটপাট করে টাকার পাহাড় গড়েছে। সেই অর্থ দিয়ে তারা এখনও রাজনীতি করে। তারা শুধু আমাদের নয়, আমাদের মা-বোনদেরও হত্যা করেছে। বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে।’

বক্তব্যের একপর্যায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নুর করিম। তিনি বলেন, ‘আমরা তাদের বিষ দাঁত ভেঙে দেব।’