
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে স্থানীয়দের প্রাইমারি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৩ দিন ব্যাপী ‘ফ্রি হেলথ স্ক্রীনিং প্রোগ্রামের শেষ দিনে সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আজ বৃহস্প্রতিবার (২৪ এপ্রিল) জামায়াতে ইসলামীর ধানমন্ডি থানা শাখার উদ্যোগে ধানমন্ডির রবিন্দ্র সরোবরে এ সাধারণসভা ও সাস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি ১০ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
ধানমন্ডি থানা আমীর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ধানমন্ডি হাজারীবাগ জোনের পরিচালক প্রফেসর নুরুন্নবী চৌধুরী মানিক।
এতে আরও উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, জনাব আনিসুজ্জামান, জনাব আ ন ম তাজুল ইসলাম, মিজানুর রহমান,মাইন উদ্দিন সোহেল, ইমদাদুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মহানগর শিল্পীগোষ্ঠী ছাড়াও অন্যান্য শিল্পীরা ইসলামী সাংস্কৃতিক বিভিন্ন গান, অভিনয় পরিবেশন করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬:০০ টায় ধানমন্ডির রবিন্দ্র সরোবরে এ ফ্রি স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়। তিন দিনে ১৫ শতাধিক নারীসহ প্রায় ১৫শ জনের প্রাইমারি স্বাস্থ্য স্ক্রিনিং টেস্ট করানো হয়। একই স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
Comments