
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: পরীক্ষামূলকভাবে ৬টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের অনুমতি দিচ্ছে চীন। দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব দেশের নাগরিকরা এক বছর সময়ের মধ্যে বিনা ভিসায় চীন ভ্রমণ করতে পারবেন। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০শে নভেম্বর পর্যন্ত বৈধ সাধারণ পাসপোর্টের অধিকারীরা ভিসা ছাড়া ১৫ দিনের জন্য চীন সফর করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেছেন, এর মধ্য দিয়ে চীনের উচ্চ মানসম্পন্ন উন্নয়ন অন্যদের সামনে উন্মোচিত হবে এবং এই উন্নয়ন অন্যদের অনুপ্রেরণা যোগাবে।
এতে বলা হয়, বর্তমানে চীন সফরে যেতে হলে বেশির ভাগ ভ্রমণকারীর ভিসা প্রয়োজন হয়। সিঙ্গাপুর এবং ব্রুনেইয়ের নাগরিকদের মতো ওই ৬টি দেশের নাগরিকরা ১৫ দিনের জন্য চীন সফর করতে পারবেন। ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন। এসব দেশের নাগরিক ব্যবসা, পর্যটন, পারিবারিক সফরের জন্য চীন যেতে পারবেন। সবেমাত্র এ বছরের মার্চে সব রকম ভিসা ইস্যু আবার শুরু করেছে চীন।
করোনা ভাইরাসের কারণে বিশ্বে সবচেয়ে কঠোর বিধিনিষেধ দেয় চীন। তিন বছর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়। বহুবার লকডাউন দেয়া হয়। ঘন ঘন করোনার পরীক্ষা করা হয়। করোনাভাইরাস বিষয়ে তাদের জিরো-পলিসি গত বছর ডিসেম্বরে তুলে নেয়া হয়। করোনা মহামারীর আগে প্রতি বছর লাখ লাখ আন্তর্জাতিক পর্যটক চীন সফরে যেতেন।