Image description

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন 
ঢাকা: সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা সপ্তম ধাপের অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 আজ সোমবার সকালে শাখা সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে রাজধানীর আনন্দবাজার থেকে চানখারপুল মোড় পর্যন্ত মিছিল করেন দলটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে কিছুক্ষণ রাস্তায় বসে অবস্থান করেন তারা।

এ সময় শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী সরকার তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখান করেছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে।

 এ সময় মিছিলে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।